ডিজিটাল প্রোডাক্ট কন্ট্রিবিউটরের কমিশন নীতি
ডিজিটাল প্রোডাক্ট কন্ট্রিবিউটরের কমিশন নীতি
যদি কোনো কন্ট্রিবিউটর (টিমের বাইরের কেউ) তোমাদের প্ল্যাটফর্মে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করে, তাহলে নিচের নিয়ম অনুযায়ী তাকে শেয়ার দেওয়া যায়:
১. প্রোডাক্ট দিলেও মার্কেটিং না করলে:
- ৫০% শেয়ার দেওয়া উপযুক্ত
- তোমরা প্ল্যাটফর্ম, সাপোর্ট, মার্কেটিং — সব দিচ্ছো
২. প্রোডাক্ট + নিজেই কিছু মার্কেটিং করে:
- ৬০% পর্যন্ত শেয়ার দেওয়া যায়
- কারণ সে নিজেও কাস্টমার আনছে
৩. সবকিছু তোমরা করছো (Content + Marketing):
- ৩০%–৪০% শেয়ার দিলেও যথেষ্ট
- কন্ট্রিবিউটর শুধু নাম দিচ্ছে বা আইডিয়া দিয়েছে এমন হলে
অবস্থা | কন্ট্রিবিউটরের শেয়ার | তোমাদের শেয়ার |
---|---|---|
শুধু প্রোডাক্ট দিয়েছে | ৫০% | ৫০% |
প্রোডাক্ট + নিজে মার্কেটিং করছে | ৬০% | ৪০% |
সব কিছু তোমরাই করছো | ৩০% – ৪০% | ৬০% – ৭০% |
পরামর্শ: প্রতিটি কন্ট্রিবিউটরের সাথে লিখিতভাবে চুক্তি করা উচিত এবং বিক্রির রিপোর্ট নিয়মিত শেয়ার করা উচিত।
Comments
Post a Comment