ডিজিটাল প্রোডাক্ট কন্ট্রিবিউটরের কমিশন নীতি

Contributor Commission Policy

ডিজিটাল প্রোডাক্ট কন্ট্রিবিউটরের কমিশন নীতি

যদি কোনো কন্ট্রিবিউটর (টিমের বাইরের কেউ) তোমাদের প্ল্যাটফর্মে ডিজিটাল প্রোডাক্ট আপলোড করে, তাহলে নিচের নিয়ম অনুযায়ী তাকে শেয়ার দেওয়া যায়:

১. প্রোডাক্ট দিলেও মার্কেটিং না করলে:

  • ৫০% শেয়ার দেওয়া উপযুক্ত
  • তোমরা প্ল্যাটফর্ম, সাপোর্ট, মার্কেটিং — সব দিচ্ছো

২. প্রোডাক্ট + নিজেই কিছু মার্কেটিং করে:

  • ৬০% পর্যন্ত শেয়ার দেওয়া যায়
  • কারণ সে নিজেও কাস্টমার আনছে

৩. সবকিছু তোমরা করছো (Content + Marketing):

  • ৩০%–৪০% শেয়ার দিলেও যথেষ্ট
  • কন্ট্রিবিউটর শুধু নাম দিচ্ছে বা আইডিয়া দিয়েছে এমন হলে
কমিশন ভাগাভাগির উদাহরণ
অবস্থা কন্ট্রিবিউটরের শেয়ার তোমাদের শেয়ার
শুধু প্রোডাক্ট দিয়েছে ৫০% ৫০%
প্রোডাক্ট + নিজে মার্কেটিং করছে ৬০% ৪০%
সব কিছু তোমরাই করছো ৩০% – ৪০% ৬০% – ৭০%
পরামর্শ: প্রতিটি কন্ট্রিবিউটরের সাথে লিখিতভাবে চুক্তি করা উচিত এবং বিক্রির রিপোর্ট নিয়মিত শেয়ার করা উচিত।

Comments

Popular Posts